রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১০ ডিসেম্বর ২০২৩ ০৮ : ৫৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: আগামী বছর লোকসভা নির্বাচনের আগে রাজ্যের সমস্ত পুরসভার চেয়ারম্যানের আর্থিক ক্ষমতা হ্রাস করা হল। পুর ও নগর উন্নয়নের দপ্তরের তরফ থেকে যুগ্ম সচিব এক নির্দেশিকা জারি করে জানিয়েছেন এখন থেকে পুরসভার সমস্ত চেকে সংশ্লিষ্ট পুরসভার এক্সিকিউটিভ অফিসার এবং ফিন্যান্স অফিসার সই করবেন। চেকে পুরসভার চেয়ারম্যানের সই করার কোনও উল্লেখ ওই নির্দেশিকাতে নেই।
নির্দেশিকা জারি হওয়ার পর রাজ্যের একাধিক পুরসভার চেয়ারম্যান নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন -তাঁরা আর্থিক দিক থেকে দায়মুক্ত হলেন এবং রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলোও আর পুরসভার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলতে পারবে না।
এই সিদ্ধান্ত আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে শাসক দল তৃণমূল কংগ্রেসকে বড় "ডিভিডেন্ট" দেবে বলেই সকলে মনে করছেন।
দপ্তরের বিশেষ সচিব নির্দেশিকা জারি করে জানিয়েছেন- এখন থেকে পুরসভার এক্সিকিউটিভ অফিসার বাজেট তৈরি করবেন এবং যে কোনও ক্রয়ের ক্ষেত্রে তার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করে উপলব্ধ অর্থের ওপর ভিত্তি করে তা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য পাঠাবেন।
পাশাপাশি নতুন নির্দেশিকাতে যাবতীয় টেন্ডার ডাকার ক্ষমতা পুরসভার এক্সিকিউটিভ অফিসারকেই দেওয়া হয়েছে।
দপ্তরের নতুন নির্দেশিকাতে -"ক্যাশবুক" এবং "ডিমান্ড এবং কালেকশন রেজিস্টার" পরীক্ষা করা যাবতীয় দায়িত্ব এক্সিকিউটিভ অফিসারকেই দেওয়া হয়েছে। এর পাশাপাশি পুরসভার চেয়ারম্যান যে সমস্ত বিল এবং ভাউচার পেশ করবেন তা পাস করার দায়িত্ব এক্সিকিউটিভ অফিসারের এবং ফিনান্স অফিসারের হাতে ন্যস্ত করা হয়েছে।
দপ্তরের ওই নির্দেশিকাতে আরও বলা হয়েছে - এরপর থেকে পুরসভার "বোর্ড অফ কাউন্সিলর" বৈঠক করে অর্থ সংক্রান্ত বিষয় জড়িত রয়েছে এমন কোনও সমস্যার সমাধান করতে পারবে না। যদি কোনও পুরসভা এরকম কাজ করে তাহলে তারা যে সিদ্ধান্ত নেবে তা রাজ্যের পুর দপ্তর বাতিল করে দিতে পারে।
এর পাশাপাশি ওই নির্দেশিকা জারি করে পুরসভার "স্ট্যান্ডিং কমিটি" এবং "বোর্ড অফ কাউন্সিলর"দের বৈঠকে এক্সিকিউটিভ অফিসার ,ফিনান্স অফিসার এবং সংশ্লিষ্ট অন্য আধিকারিকদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।
সরকারের এই নির্দেশিকা দেখার পর কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক বলেন, "এখনও সব চেকে সই করার ক্ষমতা আমাদের ছিল না। তবে আমাদের কাজ করতে কোনও অসুবিধা হবে না। রাজ্য সরকারের সাথে সহযোগিতা এবং সমন্বয়ে বজায় রেখেই আমরা কাজ করব।"
ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম বলেন," এলাকার যাবতীয় উন্নয়নমূলক প্রকল্পের তালিকা আমরাই এক্সিকিউটিভ অফিসারের হাতে তুলে দেব। তার ফলে কাজ করতে অসুবিধা হওয়া উচিত নয়।"
নানান খবর
নানান খবর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা